0 item(s)
YOUR CART
অনলাইনে কেনাকাটা কে আরো রোমাঞ্চকর করতে PQS.COM.BD নিয়ে এসেছে অনলাইন নিলাম! আপনার প্রয়োজনীয় পণ্য আপনার নির্ধারিত মূল্যে কেনার দারুন সুযোগ। ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, কম্পিউটার এক্সেসরিজ, লাইফ স্টাইল, ইলেকট্রনিক্স, গ্যাজেটস, গিফট আইটেম সহ চমকপ্রদ সব পণ্যের সমাহার।
নিয়মাবলী :১। প্রত্যেক ব্যবহারকারীর PQS.COM.BD তে নিজস্ব একটি অ্যাকাউন্ট থাকতে হবে। নতুন ইউজার হলে সাইন-আপ করুন। পুরনো ইউজার হলে লগ-ইন করুন। ই-মেইল কিংবা ফোন নাম্বার দিয়েও সাইন-আপ করা যাবে। অ্যাকাউন্টে লগ-ইন করার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্টটি সম্পূর্ণ করতে হবে।
২। বিডিংয়ে অংশ নিতে হলে আপনাকে মেম্বারশিপ কার্ড ক্রয় করে PQS বিডিং ক্লাব এর মেম্বার হতে হবে। প্রতিটি মেম্বারশিপ কার্ড এর বিপরীতে নির্দিষ্ট পরিমান বিডিং পয়েন্টস ইউজার একাউন্ট এ অ্যাড হয়ে যাবে, যা দিয়ে শুধুমাত্র বিডিং এ অংশগ্রহণ করা যাবে অন্য কোনো পণ্যের মূল্যের সাথে সমন্বয় করা যাবেনা।
৩। PQS.COM.BD ওয়েবসাইট এ "বিড" অপশনে গিয়ে চলমান সকল বিডিং এর বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
৪। আপনার পছন্দের পন্যটি সিলেক্ট করে বিডিং অ্যামাউন্টটি প্রবেশ করুন।
৫। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিড চলবে এবং সময়ের কাউন্টডাউন এবং সর্বোচ্চ বিড এর পরিমান এবং বিড প্রদানকারীর নাম আপনি দেখতে পাবেন।
৬। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ বিডকারীই জিতে নিবে পন্যটি। এই ক্ষেত্রে যদি নির্ধারিত সময়ের পূর্বে কেউ পূর্ব নির্ধারিত সর্বোচ্চ মূল্য বিড করে ফেলে তাহলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে এবং বিডিং অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
৭। আপনি যদি বিজয়ী হোন তাহলে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে পন্যটি হোম ডেলিভারি করার ব্যবস্থা করবে। ডেলিভারির সময় ঢাকার মধ্যে ২-৩ কর্ম দিবস এবং ঢাকার বাইরে ৩-৫ কর্ম দিবস।
মেম্বারশিপ কার্ড :
1 | BRONZE | ১০,০০০ বিড পয়েন্টস | ১,০০০ টাকা |
2 | SILVER | ২৫,০০০ বিড পয়েন্টস | ২,৫০০ টাকা |
3 | GOLD | ৫০,০০০ বিড পয়েন্টস | ৫,০০০ টাকা |
4 | DIAMOND | ১,০০,০০০ বিড পয়েন্টস | ১০,০০০ টাকা |
5 | PLATINUM | ১,৫০,০০০ বিড পয়েন্টস | ১৫,০০০ টাকা |
6 | TITANIUM | ২,০০,০০০ বিড পয়েন্টস | ২০,০০০ টাকা |
১। PQS.COM.BD থেকে পণ্য কেনার পূর্বে পণ্যের বিস্তারিত বিবরণ মনোযোগ সহকারে পড়ে নিন।
২। নিলামে কেনা পণ্য বাতিল বা ফেরত দেয়া যাবে না।
৩। মেম্বারশিপ কার্ড এর মূল্য অফেরৎযোগ্য।
৪। মেম্বারশিপ কার্ড এর বিপরীতে পাওয়া বিড পয়েন্টস শুধুমাত্র বিডিং এ অংশগ্রহণ করার কাজে ব্যবহার করা যাবে। পণ্যের মূল্যের সাথে সমন্বয় করা যাবে না। বিডিং এ বিজয়ীকে বিডিং এর সমপরিমাণ টাকা ক্যাশ অন ডেলিভারী অথবা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধে ব্যর্থ হয় তাহলে তার বিডিং একাউন্ট বন্ধ করে দেয়া হবে এবং সকল বিডিং পয়েন্টস বাতিল করা হবে।
৫। পণ্যের মূল্য পরিশোধ করার সাথে সাথে ব্যবহৃত বিডিং পয়েন্টস পুনরায় গ্রাহকের একাউন্টে জমা হয়ে যাবে। যা দিয়ে গ্রাহক আবারো বিডিং এ অংশগ্রহণ করতে পারবেন।
৬। যে পণ্যটি আপনি কিনতে আগ্রহী শুধু সেই পণ্যটি কেনার চেষ্টা করুন। মজা করার জন্য একাধিক পণ্য ক্রয়ের চেষ্টা থেকে বিরত থাকুন।
৭। পণ্য সঠিকভাবে ডেলিভারি হয়ে গেলে তা ফেরত দেয়া যাবে না। তবে যেসকল পন্য ওয়ারেন্টির আওতায় পড়বে সেসকল পন্যের ওয়ারেন্টি ক্লেইম করা যাবে এবং প্রচলিত ব্র্যান্ড ওয়ারেন্টি নীতিমালা প্রযোজ্য হবে।
৮। অ্যাকাউন্টে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। ভুল তথ্য দিয়ে পণ্য ক্রয়ের চেষ্টা থেকে বিরত থাকুন। অসত্য অথবা ভুল তথ্য প্রদানকারী ক্রেতাকে পরবর্তীতে অযোগ্য ঘোষণা করা হতে পারে।
৯। কোনো ধরণের প্রতারণার আশ্রয় নেয়া যাবে না। প্রতারণার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার PQS.COM.BD সংরক্ষন করে।
১০। অনলাইন বিডিং সম্পর্কিত যেকোনো বিষয়ে PQS.COM.BD ’র সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।